বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ইনস্পার্ম–INSPERM শুক্র বৃদ্ধিকারক

আরোগ্য হোমিও হল / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৬:২৫ অপরাহ্ন
ইনস্পার্ম–INSPERM
ইনস্পার্ম–INSPERM

ইনস্পার্ম–INSPERM শুক্র বৃদ্ধিকারক

ক্যাটাগরি : অন্যান্য রোগ নিরাময়ে কার্যকরী (হামদর্দ ঔষধ)।

ঔষধের বিবরণ দেখুন

ইনস্পার্ম (INSPERM) এসপন্দ।

ব্যবহার : দ্রুত বীর্যস্খলন, অধিক স্বপ্নদোষ, স্নায়বিক দুর্বলতা, স্নায়বিক বেদনা  ইত্যাদি।

কার্যকারিতা : শুক্র বৃদ্ধিকারক ঔষধ।

প্রস্তুত প্রণালী :  ইনস্পার্ম (INSPERM) ঔষধটি এসপন্দ, যত্রিক, লবঙ্গ প্রভৃতি মূল্যবান যৌন শক্তি বর্ধক ওষুধি উদ্ভিদের সমন্বয়ে প্রস্তুুত করা হয়েছে।

ঔষধের বর্ণনা : ইনস্পার্ম (INSPERM) ঔষধটি স্নায়বিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতা দূর করে। ইনস্পার্ম অতিরিক্ত স্বপ্নদোষ ও দ্রুত বীর্যস্খলন রোধ করে এবং শুক্র গাঢ় করে।

আরও পড়ুন – এনডিউরেক্স–ENDUREX পৌরষ শক্তিবর্ধক

উপাদান: প্রতি ট্যাবলেটে আছে-

(1) Peganum harmala (এসপন্দ) ১০০.০০ মিগ্রা।

(2) Ristica fragrans arillus (যত্রিক) ১০০.০০ মিগ্রা।

(3) Ristica fragrans nut (জায়ফল) ১০০.০০ মিগ্রা।

(4) Syzygium aromaticum (লবঙ্গ) ১০০.০০ মিগ্রা।

(5) Cinnamomum yeylanicum (দারচিনি) ১০০.০০ মিগ্রা।

(6) Sesamum indicum (কালো তিল) ১০০.০০ মিগ্রা ।

আরও পড়ুন – যৌন রোগ (শুক্রস্খলন)

ঔষধ সেবন বিধি : ২ ট্যাবলেট দৈনিক সকালে ও রাতে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।

আরও পড়ুন-  সেলিনিয়াম ৩x (ধাতুদৌর্বলতায় কার্যকরী)

ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা : প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে ৫ X ১০ =৫০টি ট্যাবলেট।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev