শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

ইউরেনিয়াম নাইট ৩X (বহুমুত্র রোগে কার্যকরী)

আরোগ্য হোমিও হল / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ২:১২ অপরাহ্ন

ইউরেনিয়াম নাইট ৩ X

Uranium Nit 3X

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

উপদান : ইউরেনিয়াম নাইট্রেট।

ইউরেনিয়াম নাইট ৩X প্রস্তুত প্রাণালী :  ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ইউরেনিয়াম নাইট ৩X ঔষধের  কার্যকারিতা : বহুমুত্র, অনিচ্ছায় মুত্র নির্গমন, শর্করাযুক্ত মুত্র, কিডনির প্রদাহ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শোথ, বিশেষ করে অ্যালুবুমিনুরিয়া, বমি, অতিরিক্ত ক্ষুধা, , ডিওডেনাল ও গ্যাসট্রিস আলসার, তলপেট বৃদ্ধি, পৃষ্টবেদনা, অনিয়মিত ঋতু, বিলম্বে ঋতু হয়, ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ এবং সম্পূর্ণ যৌন অক্ষম রোগে ইহা অত্যান্ত কার্যকর। ইহা ছাড়াও হোমিওপ্যাথিক চিকিৎসকগণ মেটেরিয়া মেডিকা অনুসারে বিভিন্ন রোগে ব্যবহার করে থাকেন।

 

পার্শ্বপ্রতিক্রিয়া : ইউরেনিয়াম নাইট ৩X সঠিন মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেজষ মিথস্ক্রিয়া : ইউরেনিয়াম নাইট ৩X সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

ইউরেনিয়াম নাইট ৩X সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন  (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

ইউরেনিয়াম নাইট ৩ X ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

 

আরোগ্য হোমিও হল  এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে।  বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev