শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

আর্নিকা হেয়ার ওয়েল (চুল পড়া বন্ধ করে)

আরোগ্য হোমিও হল / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৫:০৯ অপরাহ্ন
আর্নিকা হেয়ার ওয়েল

Arnica Heir Oil+Vite

আর্নিকা হেয়ার ওয়েল- চুল পড়া বন্ধ করে।

ক্যাটাগরি : হোমিওপ্যাথিক তেল।

প্রস্তুতকারী : আল নূল মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।

কার্যকারিতা : আর্নিকা তেল ব্যবহারে চুল পড়া রোধে খুবই কার্যকর। চুলের গোড়া নরম, চুলের আগা ফেটে যাওয়া। খুশকী প্রতিরোধ ও আরোগ্য করে। অকালে চুল পেকে যাওয়া দুর করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।

এছাড়ও আঘাত জনিত ব্যথা, মোচড়ানো ব্যথা। মাংসপেশী শক্ত হওলে ব্যাহ্যিক ভাবে তেল ব্যবহারে সুফল পাওয়া যায়। মাথার চুলের সকল প্রকার সমস্যা শুস্ক অনুজ্জল চুলের প্রকৃতিক উজ্জলতা ফিরিয়ে আনে। চুল পাকা বন্ধ করে, মাথা ঠান্ডা রাখে।

ব্যবাহার বিধি : প্রতিদিন দুই বার গোসল কারার পরে ও রাত্রে ব্যবহার করবেন। অথবা আর্নিকা তেল ব্যবহারের পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন। আরো ভালো ফলাফলেরর জন্য এন – ৮৯ ড্রাপস খেতে পারেন।

এন - ৮৯ (চুল পড়া রোগে কার্যকরী)

পার্শ্বপ্রতিক্রিয়া : আর্নিকা তেল ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev