শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

অ্যাডাল-৭৫ (আঘাত, ক্ষত, বাত, জয়েন্টের ব্যথা)

আরোগ্য হোমিও হল / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন
অ্যাডেল নং - ৭৫ (আঘাত, ক্ষত, বাত, জয়েন্টের ব্যথা)

Adele – 75 (Injuries, wounds, rheumatism, joint pain)।

অ্যাডাল – ৭৫ (আঘাত, ক্ষত, বাত, জয়েন্টের ব্যথা)

আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো অ্যাডাল নং – ৭৫ (আঘাত, ক্ষত, বাত, জয়েন্টের ব্যথা) কম্বিনেশন হোমিওপ্যাথি মলম নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।

প্রস্তুত প্রাণালী : জার্মান ইনফ্লামিয়ার কম্বিনেশন হোমিওপ্যাথি মলম। এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।

অ্যাডাল – ৭৫ ইনফ্লামিয়ার মলম ব্যবহার : আঘাত, ক্ষত, জয়েন্টে প্রদাহ, বাত, পেশীর ব্যথা, বরসাইটিস, মচকে যাওয়া, ক্ষত এবং ক্রীয়া আঘাতের জন্য কার্যকর।

অ্যাডাল – ৭৫ ইনফ্লামিয়ার মলম এর লক্ষণ : মচকে যাওয়া আঘাত, খেলাধুলার আঘাত, ক্ষত, জয়েন্টে ব্যথা, পেশীর স্টোন, তীব্র, দীর্ঘস্থায়ী প্রদাহ এবং সায়াটিকা ব্যথার ব্যবহার হয়। বাতজনিত, বাত এবং প্রদাহজনিত ব্যথা ব্যাপকভাবে উপশ্রম করে এবং পীড়িত রোগীদের দ্রুত মুক্তি দেয়। এছাড়াও অন্যান্য অবস্থার মধ্যে রয়েছে মায়ালজিয়া, কনটুশন, হেমাটোমা, টার্টিকোলিস, টেন্ডোভাজিনাইটিস, এপিকন্ডাইলাইটিস, মায়োজেলোসিস, মেলিস্কোপ্যাথিয়া, নিউরালজিয়া, লম্বাগো, নিতম্বের ব্যথা (সায়াটিকা), বারসাইটিস এবং ইন্টারকোস্টাল নিউরালজিয়া দীর্ঘস্থায়ী অবস্থার কার্যকর ভাবে উপশম করে। এর পাশাপাশি মলম মচকে যাওয়া, ক্ষত এবং লিগামেন্ট স্টেনের মতো আঘাত, খেলাধুলার আঘাত নিনাময়ে অত্যান্ত কার্যকর। এছাড়াও মলমটি সাধারণত আক্রান্ত স্থানে ব্যবহার করা হয়। এটি ব্যান্ডেজ বা গজের উপর প্রযোগ করা যেতে পারে।

আরও পড়ুন – এইচ আর – ৫২ (থাইরোটক্সিকোসিসের চিকিৎসায় কার্যকর)

অ্যাডাল – ৭৫ ইনফ্লামিয়ার কম্বিনেশন মলম এর মিশ্রণ :
(১) আর্নিকা মন্টোনা 12x (Arnica Montana 12x)।
(২) বেলিস পেরিনিস 8x (Bellis perennis 8x)।
(৩) ব্রায়োনিয়া ক্রেটিকা 4x (Bryonia cretica 4x)।
(৩) গুয়াজাকুম অফসিনাল 4x (Guajacum officinale 4x)।
(৪) লিডাম পাল 4x (Ledum pallustre 4x)।
(৫) রাক্স টক্স 12x (Rhus Toxicodendron 12x)।
(৬) রুটা (Ruta graveolens 6x)।
(৭) ভিসকাম অ্যালবাম 4x (Viscum album 4x)।

আরও পড়ুন – বায়ো কম্বিনেশন ১৯ (জয়েন্ট ব্যথা)

অ্যাডাল – ৭৫ ইনফ্লামিয়ার কম্বিনেশন মলম এর কার্যকারিতা :

(ক) আর্নিকা মন্টোনা (Arnica Montana) : দীর্ঘকাল থেকে ক্ষত নিরাময়ে এটি অপরিহার্য পদার্থ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি হেমাটোমা উপশ্রম করে ও পেশী এবং জয়েন্টের বাত ও ইঁৎংরঃরং উপশম করেতে ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বক বা জয়েন্টেগুলি স্পর্শে অত্যন্ত সংবেদনশীল হয় ও যখন হাতের শিরা গুলি প্রসারিত হয়। ঠান্ডা হাত শরীরে রক্তের অসম বন্টন নির্দেশ করে যেমন – হাত ও বাত রোগের ক্ষেত্রে এবং আর্নিকা প্রতকিার করে।

(খ) বেলিস পেরিনিস (Bellis perennis) : এটি অত্যান্ত কার্যকরী পদার্থ যা কৈশিকগুলির মধ্যে সঞ্চালনকে উদ্দীপিত করে। সমগামী ব্যথা সহ মায়ালজিয়া-আর্থ্রাইটিস (বাত ব্যথা) উন্নতি করতে সহায়তা করে। এটি আঘাতের ফলে সৃষ্ট কনটুশন এবং হেমাটোমা নিরাময় করে এবং এবং এর প্রতিক্রাকে গতিশীল করতে সঞ্চালন উন্নত করে।

(গ) ব্রায়োনিয়া ক্রেটিকা (Bryonia cretica) : এটি ব্যথা উপশম করে এবং পেশী সংযোগকারী টিস্যু, টেন্ডন এবং জয়েন্টগুলিতে (আর্টিকুলার ক্যাপসুল) নিরাময়ে কার্যকলাপকে উৎসাহিত করে। এছাড়াও এটি ছিঁড়ে যাওয়া ও ছুরিকাঘাতের ব্যথাকে নিরাময় করে এবং জয়েন্ট ও পেশী বাত রোগে ব্যবহার হয়। এটি লাল, ফোলা ও গাউট উপশম করতে সাহায্য করে।

(ঘ) গুয়াজাকুম অফসিনাল (Guajacum offcinal) : এটি নিউরালজিয়া, নিউরাইটিস, টেন্ডোনাইটিস, গাউট এবং সমস্ত জয়েন্টে বাতজনিত ব্যথা নিরাময়ে সাহায্য করে। এটি পলিআর্থারাইটিস রিউম্যাটিকা উপশ্রমের জন্য একটি চমৎকার থেরাপিউটিক পদার্থ হিসাবে ব্যবহার হয়।

আরও পড়ুন – এইচ আর – ২০ (সায়াটিকার চিকিৎসায় কার্যকর)

(ঙ) লিডাম পাল (Guajacum offcinal) : এটি বাতজনিত ব্যথা, ঠান্ডার সংস্পর্শে এলে কঠোররতা, রোগী বিশ্রামে থাকলে অসাড়তা এবং পায়ের ফোলা, স্ফীত বলের মতো গাউট গুলির বিরুদ্ধে লড়াই করে। লিল্ফ্যাটিক প্রদাহকেও সম্বোধন করে।

(চ) রাক্স টক্স (Ledum palustre) : রাক্স টক্স জয়েন্ট এবং পেশী ব্যথা, লুম্বাগো, সায়াটিকা, ব্র্যাচিয়াল নিউরাইটিস এবং টেন্ডোভাজিনাইটিস সহ বাতজনিত লক্ষণগুলি থেকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশিত। রাসায়নিক ঔষধের সাথে রোগের দমন, ত্বকের অবস্থা সহ দীর্ঘস্থায়ী লক্ষণগলির বিকাশে ভুমিকা পালন করতে পারে এবং এই পদার্থাটি যে কোনও অন্তর্নিহিত বিষাক্ত বোঝাকে সম্বোধন করে।

(ছ) রুটা (Rhus Tox) : এটি রুটা ও আর্নিকার মতই কার্যকারিতা রয়েছে। এটি বিশেষ ভাবে হেমাটোমা, কনট্যুশন, হাঁটু এবং পায়ের অসাড়তার জন্য নিদেশিত। এটি পীড়িত এলাকায় সঞ্চালন উন্নত করে ও শিরাস্থ- ব্লকেজ পরীক্ষা করে।

(জ) ভিসকাম অ্যালবাম (Viscum album) : এটি রিউম্যাটিক খিঁচুনির জন্য নির্দেশিত হয়। এটি পুরো শরীর জুড়ে কনজেস্টিভ ডেভেলপমেন্ট থকে মুক্তি দেয়। এটি তীব্র ও দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রেও নির্দেশিত হয় যার মধ্যে রয়েছে ছেঁড়া, টানা ব্যথা, প্রদাহ এবং স্নায়ুর জ্বালা, যেমন – টর্টিকোলিস ও উষ্ণতা নিয়ন্ত্রণে অসঙ্গতিসহ ইন্টারভার্টেব্রাল ডিঙ্কের ক্ষতিতে ব্যবহার হয়।

আরও পড়ুন – কেন্ট ৩৮ (আর্থ্রাইটিস রোগে কার্যকর)

অ্যাডাল – ৭৫ ইনফ্লামিয়ার কম্বিনেশন মলম এর প্রস্তাবিত ডোজ : স্থানীয়ভাবে ঘষুন, বা ব্যান্ডেজ অথবা ড্রেসিং ব্যবহার করে দিনে তিনবার প্রয়োগ করুন। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সর্তবলী : হোমিওপ্যাথি বায়ো কম্বেনেশন ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি কওে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার করিবেন।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন।এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev