শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

অ্যাডাল-২৪ (টনসিল, গলা ব্যথা)

আরোগ্য হোমিও হল / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন
অ্যাডেল নং – ২৫ (অনিদ্রা ড্রপস)

Adel -24 (tonsils, sore throat)।
অ্যাডাল-২৪ (টনসিল, গলা ব্যথা)।
আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করবো অ্যাডাল – ২৪ (টনসিল, গলা ব্যথা) কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।
প্রস্তুত প্রণালী : জার্মান কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
ব্যবহার : অ্যাডাল -২৪ সেপ্টনসিল ড্রপসটি তীব্র বা দীর্ঘস্থায়ী টনসিলাইটিস ও গলা ব্যথা প্যারোটিড গ্রন্থি সংক্রমণ, স্ফীত টনসিল এবং গিলতে অসুবিধার জন্য ব্যবহার করা হয়।
অ্যাডাল -২৪ টনসিল সংক্রমণ কী?
টনসিলের সংক্রমণ সাধারণত ফুলে যাওয়া বা প্রদাহকে টনসিলাইটিস বলা হয়। এটি একটি ভাইরাল সংক্রমণ এবং ব্যাকটেরিয়া সাধারণত টনসিলাইটিস সৃষ্টি করে। গলা ব্যথা, ফুলে যাওয়া এবং প্রদাহ টনসিলাইটিসের প্রধান লক্ষণ। অন্যান্য লক্ষণ যেমন – গলা ব্যথা, জ্বর, টনসিল লাল হওয়া, নিঃশ্বাসে দুর্গন্ধ, চোয়াল বা ঘাড়ের কাছের গ্রন্থি ফুলা, শ্বাস নিতে বা গিলতে অসুবিধা, মাথাব্যথা, ক্ষুধামন্দা, কানে ব্যথা, গলায় আলসার বা ফোসকা তৈরি হওয়া ইত্যাদি।
অ্যাডাল – ২৪ ঔষধের উপকারিতা : এটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ যা তীব্র এবং দীর্ঘস্থায়ী গলা ব্যথা, টনসিলের প্রদাহ ও পুঁজ জড়িত গলার সংক্রমণ, গিলতে অসুবিধা চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে। এটি সংক্রমণের কারণে জ্বর কমাতেও সাহায্য করে। বেদনানাশক হিসাবে ও জমে থাকা টক্সিনের দ্রুত নিষ্কাশন নিশ্চিত করার জন্য কার্যকর। এই প্রতিকারটি লিউকোসাইট উৎপাদন, মেসেনকাইমের ও অন্যান্য প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়াকে উদ্দীপিত করে এবং বিষাক্ত বিপাকীয় বর্জ্য পদার্থকে আরও দক্ষ নির্গমনকে উৎসাহিত করে।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ১০ (টনসিল)

অ্যাডাল – ২৪ ঔষধের মিশ্রণ :
(১) আইলান্থাস গ্ল্যান্ডুলোসা 4x (Ailanthus Glandulosa 4x)।
(২) ইচিনেসিয়া 6x (Echinacea 6x)।
(৩) ক্লেমাটিস রেক্টা 4x (Clematis Recta 4x)।
(৪) ল্যাচেসিস 12x (Lachesis 12x)।
(৫) ফাইটোলাকা আমেরিকানা 4x (Phytolacca Americana 4x)।
(৬) বেলাডোনা 4x (Belladonna 4x)।
(৭) বেরিয়াম কার্বোনিকাম 12x (Barium Carbonicum 12x)।
(৮) টিউক্রিয়াম স্কোরোডোনিয়া 12x (Teucrium Scorodonia 12x)।

আরও পড়ুন –  এইচ আর – ১০ (টনসিলের চিকিৎসায় কার্যকর)

অ্যাড্ল – ২৪ ঔষধের কার্যকারিতা :
(ক) আইলান্থাস গ্ল্যান্ডুলোসা (Ailanthus glandulosa) :  সাধারণ দুর্বলতা সহ গুরুতর সংক্রাম চিকিৎসায় কার্যকর। এটি টনসিল, প্যারোটিড গ্রন্থি ও মাথার এলাকার সংক্রমণের চিকিৎসায় কার্যকরী।
(খ) ইচিনেসিয়া (Echinacea ) : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং মারাত্মক গলা ব্যথা সহ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় কার্যকর। এছাড়াও এটি লিউকোসাইট উৎপাদন ও মেসেনকাইমের অন্যান্য প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়াকে উদ্দীপিত করে এবং কিডনি ও অন্ত্রের মাধ্যমে বিষাক্ত বিপাকীয় বর্জ্য পদার্থকে আরও নির্গমন করে।
(গ) ক্লেমাটিস রেক্টা (Clematis recta) :  জমে থাকা টক্সিনের দ্রুত, দক্ষ নিষ্কাশন নিশ্চিত করতে গলার অংশের সংক্রমণে এটি কার্যকর লিম্ফ্যাটিক ওষুধ। এটি উদ্দীপক প্রভাব প্রদান করে যা লিম্ফ্যাটিক সিস্টেমকে পূর্ণ ক্ষমতায় কাজ করতে সাহায্য করে, যা স্থানীয় ও এবং পদ্ধতিগত বিষাক্ত পদার্থের নির্গমন বাড়ায় এবং লিম্ফ নোডের বেদনাদায়ক ফোলা দূর করতে সাহায্য করে।
(ঘ) ল্যাচেসিস (Lachesis) : রক্তের সমস্ত সেপটিক অবস্থার বিরুদ্ধে কাজ করে। এটি সমগ্র শরীরকে সংক্রমণের বিস্তার থেকে রক্ষা করে। এটি দীর্ঘস্থায়ী গলা ব্যথা নিরাময়ে সাহায্য করে। পাশাপাশি হৃদপিণ্ডের শ্লেষ্মা ঝিল্লির সংক্রমণ (মায়োকার্ডাইটিস) এবং কিডনি (ক্রনিক নেফ্রাইটিস) প্রতিরোধ করে।

আরও পড়ুন –  কেন্ট ৫৮ (টনসিলে কার্যকর)

(ঙ) ফাইটোলাকা আমেরিকানা (Phytolacca americana) :  মাথার ব্যথা এবং টনসিল এবং গলার মিউকাস মেমব্রেনের সংক্রমণের চিকিৎসায় কার্যকর। এটি সংক্রমণ এবং টক্সিন দূর করতে সাহায্য করে ও জয়েন্টগুলির সহ দীর্ঘস্থায়ী অসুস্থতার বিকাশে যথেষ্ট ভূমিকা পালন করে। এটি পলিআর্থারাইটিস রিউম্যাটিকা প্রতিরোধে অত্যন্ত কার্যকর।
(চ) বেলাডোনা (Belladonna ) :  টনসিল চরম লালভাব, জ্বর এবং টনসিলটি গুরুতর ফোলা সহ গলা ব্যথার চিকিৎসা করে। এটি মাথা এলাকার বেদনাদায়ক সংক্রমণ নিরাময় সাহায্য করে।
(ছ) বেরিয়াম কার্বোনিকাম (Barium carbonicum ) :  বারবার গলা ব্যথা এবং জ্বর, সেই সাথে টনসিল এবং মাড়ির ম্যালিগন্যান্ট ্র পুঁজ-উৎপাদক সংক্রমণের সমাধান করতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ ভাবে এটি তীব্র বা দীর্ঘস্থায়ী গলা ব্যথা থেকে উদ্ভূত একটি নেশার প্যাথোজেনিক প্রভাব থেকে হৃদয়কে রক্ষা করে।
(ছ) টিউক্রিয়াম স্কোরোডোনিয়া (Teucrium scorodonia ) :  এটি দীর্ঘস্থায়ী লিম্ফ্যাটিক সিস্টেমের সংক্রমণ নিরাময় করে।  এটি গ্রন্থিগুলির ম্যালিগন্যান্ট যক্ষ্মা সংক্রমণের সফলভাবে চিকিৎসা করে । এটি তীব্র সংক্রমণ দ্বারা উৎপাদিত টক্সিন নির্গমনকে উদ্দীপিত করার ক্ষেত্রে এটি প্রমাণিত হয়েছে যা শেষ পর্যন্ত চিকিৎসা না করা হলে দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণ হতে পারে।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৩৫ (টনসিল)

অ্যাডাল – ২৪ ঔষধ সেবন বিধি :প্রাপ্ত বয়স্করা জন্য ১৫ থেকে ২০ ফোঁটা, শিশুরা ৭ থেকে ১০ ফোঁটা ঔষধ  ১/৪ কাপ পানিতে মিশিয়ে দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।
শর্তাবলী : কম্বেনেশন হোমিওপ্যাথি ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
সতর্কতা : সুস্ক ও শীতল স্থানে সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন।  এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।  সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev