শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন

অর্জুনারিষ্ট-এইচ-Arjunarista-H হার্ট ডিজিজ ও সাধারণ দুর্বলতায় কার্যকর

আরোগ্য হোমিও হল / ১১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন
অর্জুনারিষ্ট-এইচ-Arjunarista-H
অর্জুনারিষ্ট-এইচ-Arjunarista-H

অর্জুনারিষ্ট-এইচ ( Arjunarista-H) হার্ট ডিজিজ ও সাধারণ দুর্বলতা কার্যকর
ক্যাটাগরি : হার্ট ডিজিজ ও সাধারণ দুর্বলতা (আয়ুর্বেদিক ঔষধ)।
অর্জুনারিষ্ট-এইচ ( Arjunarista-H)

কার্যকারিতা : হাইপারলিপিডেমিয়া, অতিরিক্ত, কোলেস্টেরল, ইসকেমিক হার্ট ডিজিজ ও সাধারণ দুর্বলতা।

ঔষধের বর্ণনা :  আমাদের খাদ্যাভ্যাস বা লাইফষ্টাইল এর কারনে আমাদের অধিকাংশেরই রক্তে লিপিড এর পরিমান এলোমেলো হয়ে থাকে, যা Cardiac diseases এবং Stroke এর মত বিপদ নিয়ে আসতে পারে। আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমানিত যে এটা রক্তের লিপিড এর মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণ করে, বিশেষ করে যাদের ট্রাইগ্লিসারাইড (TG) বেশী তাদের জন্য Rosuvastatin এর চাইতেও ভাল নিয়ন্ত্রণ করে অর্জুন নির্যাস যা Arjunarista-H (অর্জুনারিষ্ট-এইচ) এ আছে। Statin এর side-effect থেকে মুক্তি দেয়।
বায়ো কম্বিনেশন ২৫
সেবন বিধি :  প্রাপ্তবয়স্ক: ২/৪ চা চামচ প্রতিদিন ২অথবা ৩ বার খাওয়ার পরে অথবা রেজিস্টার্ড রিপোর্টের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন’।
পার্শ্ব প্রতিক্রিয়া : কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।

আরও পড়ুন – আর ৩ (হার্টের দুর্বলতা, ব্লকেজ)

সতর্কতা : শিশুদের থেকে দুরে ও নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev