অরেঞ্জিন – ORANGIN পিত্ত প্রশমক, মূত্রকারক ও জ্বর নিবারক
ক্যাটাগরি : পিত্ত প্রশমক, মূত্রকারক ও জ্বর নিরাময়ে (হারবাল ঔষধ)।
ব্যবহার : জ্বর নিবারক, মূত্রতন্ত্র ও কিডনি রোগে কার্যকরী ওষুধ, হজমকারক, বায়ুনাশক ও রুচিবর্ধক।
লক্ষণ : জ্বর, প্রস্রাবকালীন জ্বালা-পোড়া, পিত্তাধিক্য, ক্ষুধামান্দ্য, অতিরিক্ত তৃষ্ণা।
প্রস্তুত প্রণালী : অরেঞ্জিন কমলালেবুর ঘনীভূত রস, গোক্ষুর কাঁটা, মৌরি মূল ও বীজ, শাপলা ফুলসহ অন্যান্য মূল্যবান ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।
কার্যকারিতা : অরেঞ্জিন (ORANGIN) প্রাকৃতিক ভিটামিন সি সমৃদ্ধ অনন্য হারবাল ওষুধ। অরেঞ্জিন (ORANGIN) হজমের গোলযোগ, জ্বর নিবারক, প্রদাহ নিবারক, স্নিগ্ধকারক, শীতলকারক, পিত্ত প্রশমক, মূত্রকারক, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অণুজীবনাশক এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক হিসেবে অত্যন্ত কার্যকর।
এছাড়াও অরেঞ্জিন (ORANGIN) জ্বর, শরীর জ্বালা-পোড়া এবং অতিরিক্ত তৃষ্ণা দূর করে, লিভার ও কিডনীর সঠিক কার্যক্রম বজায় রাখে, বাইল (পিত্ত) নিঃসরণ স্বাভাবিক রাখে এবং সর্বোপরি দেহ ও মনকে প্রফুল্ল রাখে এবং জীবনী শক্তি কার্যক্ষমতা বৃদ্ধি করে।
ঔষধটির উপাদান: প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে) :
(1) Citrus reticulata juice (কমলালেবুর ঘনীভূত রস) ২৫০ মিগ্রা।
(2) Tribulus terrestris (গোক্ষুর কাঁটা) ২০০ মিগ্রা।
(3) Foeniculum vulgare root (মৌরি মূল) ১৫০ মিগ্রা।
(4) Foeniculum vulgare (মৌরি) ১৫০ মিগ্রা।
(5) Nymphaea nouchali (শাপলা ফুল) ১৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।
ঔষধ সেবনবিধি : ২-৪ চা চামচ (১০-২০ মিলি) দৈনিক ২-৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শমত সেব্য ।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিশেষ সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।
সংরক্ষণ: আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : পি ই টি বোতলে ৪৫০ মিলি ও ১০০ মিলি সিরাপ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।