বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

অরাম মিউর নেট ৩x (জরায়ু, স্ত্রী জননেন্দ্রিয়ের কর্যকরী)

আরোগ্য হোমিও হল / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৩ জুন, ২০২৩, ৭:৩৮ পূর্বাহ্ন
অরাম মিউর নেট ৩x arogyahomeohall.com
this is অরাম মিউর নেট ৩x from arogyahomeohall.com

অরাম মিউর নেট ৩x
Aurum Mur Nat 3x

উপাদান : অরাম মিউর নেট।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

অরাম মিউর নেট ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

অরাম মিউর নেট ৩x এর কার্যকারিতা : মহিলাদের বিভিন্ন জটিল গোগে ব্যবহার হয় যেমন – জরায়ুর টিউমার, জরায়ু প্রদাহ ও জরায়ু স্থানচ্যুতি, মহিলাদের যৌনাঙ্গে বা গর্ভশয়ে ঘা, ডিম্বাশয় শক্ত হয়ে যাওয়া বা শোথ রোগ। স্ত্রী জননেন্দ্রিয়ের উপর ইহার কার্যকারিতা অনেক বেশী। তাছাড়াও প্রদর, জরায়ুর অল্প বিবৃদ্ধি, জরায়ু কাঠিন্য, সিফিলিস, স্কেলেরেসিয়া, স্নায়ু চাপ বা নার্ভাসনেস, হাইপারটেশন, ক্ষয়জ্বও ইত্যাদি রোগে ব্যবহার করা যায়। এছাড়ও সোরিয়াসিস, নিন্ম চোয়ালের উপর অস্থি আবরক স্ফীতি, অণ্ডকোষ বৃদ্ধিতে কার্যকরী।

 

অরাম মিউর নেট ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ
গ্রহন করুন।

অরাম মিউর নেট ৩x এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

অরাম মিউর নেট ৩x ঔষধ  সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

আরও পড়ুন –  এইচ আর – ৭৯ (মাসিকের আগে উপসর্গে কার্যকর)

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

অরাম মিউর নেট ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev