অন্ত্রের ক্যানসার (Intestines Cancer)
“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”
ডাঃ অরবিন্দ সরকার
অন্ত্রের ক্যানসার এ শরীরের ওজন কমে যাওয়া, শীর্নতা, অত্যন্ত টাটানি ব্যাথা, আক্রান্ত স্থান ফুলে যাবে। আক্রান্ত স্থানে হাত পর্যন্ত রাখা যায়না। মলের সংগে পূজ ও রক্ত থাকতে পারে । নাড়ী দূর্বল ও দ্রুত। উদরাময় বা কোষ্ঠ কাঠিন্য থাকবে ।
অন্ত্রের ক্যানসারের চিকিৎসা :- এপিস মেলিফিকা, আর্সেনিকাম অ্যালবাম, আর্স-আয়োড, বেলেডোনা, কার্বো অ্যানিমেলিস, কার্বো ভেজিটাবিলিস, ক্লিমেটিস ইরেকটা, গ্রাফাইটিস, হিপার সালফার, হাইড্রোসিল ট্রিটমেন্ট, ক্রিয়োজোট, ল্যাকেসিস, ফসফরাস, এসিড ফস, রাস টক্সিকোডেনড্রন, সিপিয়া, সাইলিয়া, থুজা ওক্সিডেন্টাল, সালফার, সিকাম-ক্যানসার-অর্নিথো গেলাম, হোয়াংনাম, লোবেলিয়া-এরি নাম ।
এসেটিক এসিড (Acetic Acid) :- বেদনা গ্রন্থ অন্ত্র এবং পেটের প্রাচির ইনটেসটাইনের ক্যানসার। দহন এবং তীব্র যন্ত্রনা। (টি, এস, লায়ার)।
এপিস মেলিফিকা (Apis Mellifica) :- বেদনা গ্রন্থ অন্ত্র এবং পেটের প্রাচীর ইন্টেস্টাইনের ক্যানসার, দহন এবং তীব্র যন্ত্রনা অন্ত্রের । (টি, এস, লায়ার)।
আর্সেনিক (Arsenic) :- ইন্টেস্টাইনের ক্যানসার। অনবরত যন্ত্রনা কয়লা পোরা আগুনের মত যা গরমে উপশম । প্রচন্ড যন্ত্রনা পেটে, গরমে উপশম অত্যন্ত অস্থিরতা, তীব্র দৈহিক যন্ত্রনা, কোন স্থানেই বিশ্রাম নেই । মেজেতে গুটানো । হতাশ জীবন । (টি, এস, লায়ার)।
কার্বো-এ্যানিমেলিস (Carbo-Animalis) :- পেট অত্যন্ত স্ফীত, প্রচুর বিরক্তিকর উদরস্ত বায়ু। ডান দিগের নিচের পেটে স্পর্শাসহিষ্ণুতা যেন উহার মধ্যে কিছু নিংড়াইতেছে। বেদনা গ্রস্থ অবস্থা যখন কাশতে থাকে । (টি, এস, লায়ার)।
কর্বো-ভেজিটেবলস (Carbo-Vegetables) :- পেট ফাঁপা শুল বেদনা পেটভর্তী সহসা সশব্দে বিদীর্ন হওয়ার মত। যন্ত্রনা বৃদ্ধি ব্লাডারে বা বাম ইপিগ্যাস্ট্রিয়ামে। বায়ু নিস্কাশনে ভাল লাগে, শক্ত পায়খানায় ভাল লাগে। দহন, ছুড়ি দিয়ে কাটার মত যন্ত্রনা ইপিগ্যাস্ট্রিয়ামে এবং গভীর পেটে। খাদ্যে বৃদ্ধি, তীব্র দৈহিক যন্ত্রনা পেটফাঁপা এবং উদরাময় ।
ক্লিমেটিস (Climatis) :- অন্ত্রের ক্যানসার ছুড়ি দিয়ে কাটার মত যন্ত্রনা পেট থেকে বুক পর্যন্ত। বৃদ্ধি শ্বাস প্রস্বাসে সময় এবং প্রস্রাবের সময়। স্পৰ্শাসহিষ্ণুতা দুই ইঙ্গুইনাল প্রদেশে। ফোলা, শক্ত, ইঙ্গুইনালের গ্লান্ডসমূহ, ঝাকুনি যন্ত্রনা সহ ।
গ্রাফাইটিস (Graphitis) :- অম্লের ক্যানসার খেচুনিসহ নীচের পেটে। তীব্র শূল বেদনা খাদ্যের পর, শক্ত করে ধরা, খনন করার মত যন্ত্রনা উদর এর মধ্যে, বেলীর মধ্যে বাম পার্শ্বে যখন ডান দিকে শোয় পাল্টাপাল্টি ভাবে। দহন যন্ত্রনা বিকীর্ণ হয়, এ্যাবডেমেন থেকে গ্যাসট্রেলজিয়া পর্যন্ত। বড় ফোস্কা বিস্তৃত মূল থেকে উঠে নাভী থেকে স্পাইন পর্যন্ত। কুচকির গ্লান্ড ফোলা, দৈহিক যন্ত্রনা চাপসহ কুচকি এবং গুজ্জদ্বার এর দিকে। পুরাতন উদরাময় পায়খানা বাদামী রং এর তরল, হজম হয়না, অপ্রীতিকর, তীব্র, দূর্গন্ধময় বায়ু শূলবেদনার পূর্বে। গুজ্জদারের ভেইন ফোলা ।
(টি.এস.লায়ার)
হিপার সালফার (Heper Sulphur) ঃ- সংকোচনশীল বেদনা পেটে ইন্টেস্টাইনের ক্যানসারে। আম্বেলিকালের উপর গাজাইয়াতোলা, গরম বায়ু উদ্গিরন সহ। শুকনা কাশি সহ শূল বেদনা। এ্যাবডোমেনে গুর গুর শব্দ। ফোলা এবং পূজ হওয়া ইঙ্গুইনাল গ্লান্ড সমূহে। (টি.এস.লায়ার)
আরও পড়ুন – আর ৩৭ (অন্ত্রের কোলিক ড্রপ)
হাইড্রাসটিস (Hydrstis) :- আম্বেলিকাস প্রদেশে জ্বালা যন্ত্রনা দুর্বলতাসহ, ইপিগ্যাসট্রিয়ামের দুর্বলতা, জোরে গুর গুর শব্দ করে, হাইপোগ্যাসট্রিয়ামের মৃদু বিরামহীন বেদনাসহ এবং সামান্য পিঠে। বৃদ্ধি-নরাচরায়, কাটায়, শূলবেদনা গরমসহ এবং দুর্বল। তীক্ষ্ণ যন্ত্রনা সিকাল প্রদেশে এবং স্পীলিন এ। মৃদু, ভারী মই দিয়ে আচরানো কুচকি । বেদনা প্রসারিত হয় অন্ডকোষ পর্যন্ত ।
(টি.এস.লায়ার)।
ল্যাকেসিস (Lachesis) :- ইন্টেস্টাইনের ক্যানসার যন্ত্রনা। দায়ক স্ফীতিসহ । যন্ত্রনাদায়ক স্ফীতি, পেটফাঁপা, কোন চাপ সহা করতে পারেনা, এমনকি মাজায় কাপড় রাখতে পারেনা। আগুনে পোরার মত যন্ত্রনা হাইপোগ্যাসট্রিয়াম এবং লাম্বার প্রদেশে। পেটের ডান পার্শ্বে কাটিতেছে মনে হয় যাহার ফলে মূৰ্চ্ছা হয়। পেট গরম স্পর্শাসহিষ্ণু, স্পর্শে বেদনা, শক্ত কোমরের নিচ হইতে উরু পর্যন্ত, পূজ, পেরিটোনামের প্রদাহ ।
ফসফরিকাম-এসিডাম (Phosphoric Acidun) :- ইন্টেস্টাইনের ক্যানসার গুর গুর শব্দসহ পেটের গোলমাল জলের তৈরীরমত। পেট উল্কারমত স্ফীত, গুর গুর শব্দ এবং কল কল ধ্বনী । যন্ত্রনা দায়ক পায়খানা ।
ফসফরাস (Phosphorus) :- অত্যন্ত স্পর্শকাতর পেট, স্পর্শে যন্ত্রনা, ঘূর্ণমান এবং গুর গুর শব্দ পেটের মধ্যে, জল পানের সময় এবং পরে। দৈহিক যন্ত্রনা দায়ক অনুভূতি সমস্ত পেটের উপর দিয়ে, সামান্য হাটায় হাইপোগ্যাসট্রিয়াম প্রদেশে বৃদ্ধি যাতে শুইয়া পরে। গুলি করার মত পেটে খালি অনুভবসহ ঠান্ডাবোধ পেটে। পেট থল থলে পুরাতন ঢিলা নাড়ীভুঁরি। সিকাম এবং কলনের পর্দার প্রদাহ ।
(টি, এস, লায়ার)।
আরও পড়ুন – অ্যাডাল-৫০ (অন্ত্রের কৃমি)
সিপিয়া (Sepia) :- পেটে শূল বেদনা অত্যাধিক স্ফীতিসহ । অন্ত্রের ক্যানসার। অত্যন্ত স্পর্শাসহিষ্ণু পেট। খাদ্যের পর পেটের মধ্যে গুর গুর শব্দ ।
সাইলিসিয়া (Silicea) :- অন্ত্রের ক্যানসার। চাপ, পেটে কাপড়ের চাপে বৃদ্ধি। খাবারের পর অত্যন্ত টান টান অনুভব। নিচের পেটে শূল বেদনা অনুভব, পায়খানায় কোথ দেবার সময়। পেটের যন্ত্রনা গরমে উপশম । ইঙ্গুইনাল গ্লান্ড প্রদাহান্বিত । (টি, এস, লায়ার)
সালফার (Sulpher) :- অন্ত্রের ক্যানসার। পুরাতন উদরাময় সকালে বৃদ্ধি আরম্ভ হয় সকাল ৪.০০ ঘটিকায়। সবুজে সাদা শ্লেস্মা বেরিয়ে আসে তরল অবস্থায় প্রবল বেগে, সকালে এবং মধ্য রাতের পর। আক্ষেপ হাতের তালুতে এবং পায়, শোয়াইয়া ফেলে মাটিতে, পেট স্পর্শ কাতর। চুলকানী, জ্বালা যন্ত্রনা পায়খানার দ্বারে। এটি বিশেষ উপযোগী পাতলা মানুষের জন্য যারা সামনে বাকিয়ে হাটে।
আমাশায় শূল বেদনা অত্যাধিক তীব্র, ইহা উৎপাদন করে বমি বমি ভাব এবং বমি। রক্ত, পায়খানার সাথে ডোরা ডোরা দাগসহ। পায়খানার সময় গুজ্জদ্বার বেরিয়ে আসে। (টি, এস, হনি)।
আরও পড়ুন – শিশুর অন্ত্র-প্রদাহ
অন্ত্রের ক্যানসার। ইন্টেস্টাইনে অনুভব করে উত্তেজনা শক্ত গীটসহ। বৃদ্ধি সামনে বাকলে। পেটে স্পর্শে বেদনার অনুভূতি দৈহিক যন্ত্রনা ফোলা ইঙ্গুইনাল গ্লান্ড সমূহ। অত্যাস্ত দুর্বলতা ইঙ্গুইনাল প্রদেশে, যাহা ১১টার সময় থাকেনা। মুচ্ছা অনুভব, চাপ পাকস্থলীতে, অবশ্য খাবার পর। (টি, এস, লায়ার)।
থুজা (Thuja) :- নাড়ীভুঁড়ির ক্যানসার। বসলে ছুচ ফোটা যন্ত্রনা পেটের মধ্যে যেন সুই দিয়ে তৈরী। খেচুনি, দেহের নালী বিশেষের কুঞ্চন যেন জীবন্ত কিছু বাহির করতে চায়। বেদনা গ্রস্ত অবস্থা নাভিতে । ইঙ্গুইনাল গ্লান্ড সমূহ ফোলা যন্ত্রনা যুক্ত । (টি, এস, লায়ার)।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।