রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ

স্ত্রীজননেন্দ্রিয়ের পীড়া (Female Organs)

আরোগ্য হোমিও হল / ১১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
জ্বর লক্ষণ (Febrile Symptoms)
বায়োকেমিক রেপার্টরী সূচী পত্র

স্ত্রীজননেন্দ্রিয়ের পীড়া (Female Organs)

বায়োকেমিক রেপার্টরী

ডাঃ আবু সরকার।

 

 

স্ত্রীজননেন্দ্রিয়ের পীড়া (Female Organs)

ঋতু স্রাব কালো বর্ণের—কেলি মিউর।

ঋতু রক্তিম কালচে— কেলি ফস।

ঋতু টকটকে লাল—ক্যালকেরিয়া ফস ।

ঋতু প্রচুর—নেট্রাম মিউর ।

ঋতু হাজাকর—নেট্রাম সালফ ।

বায়ো কম্বিনেশন ২৫

ঋতু গাঢ় লালবর্ণের—কেলি ফস, ক্যালকেরিয়া সালফ, কেলিসালফ ।

ঋতুর সময় জরায়ুর নিম্নগামীভাব—ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস ।

ঋতুর সময় শূলবেদনা—ম্যাগসিয়া ফস, কেলি ফস, ফেরাম ফস ।

ঋতু স্রাব প্রত্যেক দু সপ্তাহ অন্তর—ক্যালকেরিয়া ফস।

ঋতু স্রাব প্রত্যেক তিন সপ্তাহ অন্তর—ফেরাম ফস।

ঋতু স্রাব দীর্ঘকাল স্থায়ী—কেলি মিউর, ক্যালকেরিয়া সালফ ।

ঋতু স্রাব অল্পবয়সে—কেলি ফস, ক্যালকেরিয়া ফস ।

আরও পড়ুন- শ্বেতপ্রদর বা সাদাস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

ঋতু অবরুদ্ধ—কেলি মিউর, কেলি ফস, কেলি সালফ, নেট্রাম মিউর, ক্যালকেরিয়া ফস ।

ঋতু খুব তাড়াতাড়ি হয়—কেলি মিউর, নেট্রাম ফস, ম্যাগনেসিয়া ফস ।

ঋতু বিলম্বে হয়—কেলি মিউর, কেলি ফস, কেলি সালফ, ক্যালকেরিয়া সালফ ।

ঋতু স্রাব অতি স্বল্প— কেলিফস, কেলিসালফ, নেট্রামমিউর, সাইলেসিয়া ।

ঋতু স্রাব সহ কোষ্ঠকাঠিন্য—সাইলিসিয়া, নেট্রামমিউর ।

ঋতু স্রাব সহ উদরাময়—নেট্রাম সালফ ।

ঋতুস্রাব সহ ডিম্বকোষের ব্যথা—ফেরাম ফস ।

ডিম্বকোষের শূল, চাপ দিলে উপশম—কেলি সালফ, ম্যাগনেসিয়া ফস, নেট্রাম সালফ ।

বন্ধ্যাত্ব—সাইলেসিয়া, নেট্রাম ফস ।

গর্ভপাত—ক্যালকেরিয়া ফস।

রক্ত লোপ–কেলিমিউর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সালফ, নেট্রাম মিউর ।

আরও পড়ুন – যোনিতে চুলকানি ও চাকা চাকা সাদা স্রাব কেন হয়?

মাসিক উৎকণ্ঠার জন্য রক্তলোপ–ক্যালকেরিয়া ফস ।

ধাতুর পরিবর্তনের ফলে রক্ত লোপ—সাইলিসিয়া, ক্যালকেরিয়া ফস ।

রক্ত শূণ্যতার জন্য রক্ত লোপ–ক্যালকেরিয়া ফস, নেট্রাম মিউর ।

জরায়ুর বেদনার জন্য কোমরের শূল—ক্যালকেরিয়া ফস।

জরায়ু নিম্নাকর্ষণ—ক্যালকেরিয়া ফ্লোর, ফেরাম ফস, নেট্রাম মিউর ।

মাসিক ঋতুর পূর্বে প্রসববেদনার ন্যায় ব্যথা—নেট্রাম সালফ ।

মাসিক ঋতুর সময় নাক দিয়া রক্ত পড়ে—নেট্রাম সালফ ।

মাসিক ঋতুর সময় ব্যথা—ম্যাগনেসিয়া ফস, ফেরাম ফস।

আরও পড়ুন – ক্যালকেরিয়া ওভা টেস্টার ৩X-৬X ( পিঠ ব্যথা, সাদাস্রাব, আঁচিল)

মাসিক ঋতুর সময় বধিরতা—নেট্রামমিউর ।

মাসিক ঋতুর রক্ত শূণ্যতা—ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, নেট্রামমিউর।

জরায়ুর রক্তাধিক্য, পুরাতন—কেলি মিউর, ক্যালকেরিয়া ফ্লোর।

জরায়ুর রক্তাধিক্য অত্যধিক—ফেরাম ফস ।

জরায়ুর স্থানচ্যুতি–ক্যালকেরিয়া ফ্লোর।

জরায়ুর স্থানচ্যুতি সহ বাতের পীড়া—নেট্রামমিউর ।

যোনিদ্বার শুষ্ক—নেট্রামমিউর, ফেরাম ফস।

মাসিক ঋতুকালীন শিরপীড়া—নেট্রাম মিউর, ক্যালকেরিয়া ফস, কেলি ফস।

রক্ত কৃচ্ছ্রতা সহ শরীর বরফের মত ঠাণ্ডা – সাইলিসিয়া ।

রক্ত কৃচ্ছ্রতা সহ অনবরত প্রস্রাবের ইচ্ছা—ফেরাম ফস ।

আরও পড়ুন – সাদা স্রাব নারীদের শারীরিক কি কি ক্ষতি করে

রক্ত কৃচ্ছ্রতা সহ অভুক্ত দ্রব্যের বমন—ফেরাম ফস।

রক্ত কৃচ্ছ্রতা সহ রোগের প্রতিষেধক—ফেরাম ফস।

রক্ত কৃচ্ছ্রতা—ক্যালকেরিয়া ফস, ম্যাগনেসিয়া ফস, ফেরাম ফস, নেট্রাম মিউর ।

শ্বেত প্রদর—নেট্রাম ফস, কেলি ফস, নেট্রাম সালফ, সাইলিসিয়া ।

শ্বেত হাজাকর—নেট্রাম মিউর, নেট্রাম সালফ ।

শ্বেত দুধের সরের ন্যায়—নেট্রাম ফস ।

শ্বেত সবুজাভ—কেলি সালফ ।

শ্বেত মধুর ন্যায়—নেট্রাম ফস ।

শ্বেত সহ অত্যন্ত চুলকানি—সাইলিসিয়া, নেট্রাম মিউর ।

শ্বেত ডিমের সাদা অংশের মত—ক্যালকেরিয়া ফস।

আরও পড়ুন – কেন্ট ১০ (সাদা স্রাব রোগে কার্যকর)

শ্বেত প্রচুর পরিমাণে—সাইলিসিয়া ।

শ্বেত টক টক গন্ধ যুক্ত—নেট্রাম ফস ।

শ্বেত জলের মত পাতলা—নেট্রামমিউর, নেট্রামফস, কেলি সালফ ।

শ্বেত প্রাতঃকালে বৃদ্ধি—কেলি সালফ, কেলিফস ।

শিশুদের হস্তমৈথুন—ক্যালকেরিয়া ফস।

ঋতুকালে পায়ে ও মাথায় যন্ত্রণা—নেট্রাম মিউর ।

ঋতুকালীন অত্যন্ত কামনার ভাব—কেলি ফস

যোনিদ্বার প্রদাহান্বিত ও স্ফীত—নেট্রাম মিউর ।

স্ত্রীলোকের স্তন শক্ত হওয়া—ক্যালকেরিয়া ফ্লোর।

জরায়ু আকারে ক্ষুদ্র হওয়া—কেলি মিউর ।

মূৰ্চ্ছাভাব—কেলি ফস

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev