শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

অন্ডকোষের পীড়া

আরোগ্য হোমিও হল / ১২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
সূচীপত্র
সূচীপত্র

অন্ডকোষের পীড়া

হোমিওপ্যাথিক মানুসিক রোগ ও যৌন চিকিৎসা

ডা: জে. এন. পাত্র

ডি. এম. এস  (কলকাতা ) ও

ডা: আর. এন. চন্দ্র

এম, ডি হোমিও প্রাপ্তন চিকিৎসক কলকাতা।

অন্ডকোষের পীড়া

অণ্ডকোষের নানা ধরণের পাড়া হয়। বিভিন্ন কারণে ঐসব পীড়া হয়ে থাকে। প্রধান প্রধান কারণের মধ্যে পড়ে ঠান্ডা লাগা, আঘাত লাগা, প্রমেহ স্রাব রুদ্ধ হওয়া প্রভৃতি। অন্যান্য আরও কিছু কারণকে এই পাড়ার জন্য দায়ী করা যায়। যাইহোক, এমন চিকিৎসার বিষয়ে আলোচনা করা যাক ।

বায়ো কম্বিনেশন ২৫

(১) সমস্যা : অন্ডকোষ ফোলে, গরম ও শক্ত হয়, বেদনার জন্য রোগ নড়াচড়া করতে পারে না।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ব্রোমিয়ম ৩০ বা ২০০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

(২) সমস্যা : অন্ডকোষে বেদনা-সহ ফোলা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এনিলিনাম ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৩) সমস্যা : অন্ডকোষ ফোলা, শক্তভাব ও বেদনাযুক্ত—বেদনা লিঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ফাইটোলক্কা ৩০ । প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

(৪) সমস্যা : প্রমেহস্রাব বন্ধ হয়ে অন্ডকোষে প্রদাহ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্লিমেটিস ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৫) সমস্যা : ঠান্ডা লেগে অন্ডকোষে প্রদাহ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্লিমেটিস ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

(৬)  সমস্যা : অন্ডকোষ ও মলদ্বার ফোলে, প্রদাহ থাকে।

আরও পড়ুন –  কেন্ট ৬৭ (হার্নিয়া রোগে কার্যকর)

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এপিস-মেল ৬ বা ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(৭) সমস্যা : অন্ডকোষে থেঁতলে যাওয়ার মতো বেদনা, অন্ডকোষ ভারী হয়, বীর্যবাহী নালীর নিউব্যালাজিক বেদনা সামান্য নড়াচড়াতেই প্রাণ যেন বেরিয়ে যায়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন এসিড-অজ্যালিক ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

(৮) সমস্যা : অন্ডকোষে জল সঞ্চয়, অন্ডকোষ ফোলে।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ক্যাল-ফ্লোর ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য ।

(৯) সমস্যা : অন্ডকোষে প্রদাহ, আক্রান্ত স্থানে খুব টাটানি ব্যথা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন হ্যামামেলিন ৩০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।ৎ

(১০) সমস্যা : অন্ডকোষে বেঁচে থাকার মতো বেদনা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন ইনডিয়ম ৬। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

(১১) সমস্যা : অন্ডকোষ ফোলে, পাথরের মতো শক্ত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন কোনিয়াম ৩০ বা ২০০। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ১ (সংক্রমণ এবং প্রদাহ)

(১২) সমস্যা : প্রমেহস্রাব বন্ধ হয়ে অন্ডকোষে ফোলা ও বেদনা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন টার্সিলেগো ৪। প্রত্যহ সকালে ও রাত্রে সেব্য।

(১৩) সমস্যা ঃ ডান দিকের অন্ডকোষ ফোলা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন অরাম মেট ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

(১৪) সমস্যা : বাঁদিকের অন্ডকোষ ফোলা।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন স্পঞ্জিয়া ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

(১৫) সমস্যা : অন্ডকোষ ফোলে, বেদনা থাকে, শক্ত হয়।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন রডোডেন্ড্রণ ৩০পত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য ।

(১৬) সমস্যা : প্রমেহস্রাব বন্ধ হয়ে প্রদাহ।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন পলসেটিলা ৬ বা ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

(১৭) সমস্যা : গ্রন্থিস্ফীতি ও অন্ডকোষের পীড়া।

সমাধান : এই উপসর্গে সেবন করতে দিন মার্ক-সল ৩০। প্রত্যহ সকালে, দুপুরে ও রাত্রে সেব্য।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev